লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে চট্টগ্রাম নগরীর সিআরবি গোয়ালপাড়া এলাকায় অবস্থিত লায়লা করিম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ ও স্কুল আঙ্গিনায় চারা রোপণ করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও নুর মোহাম্মদের নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সেক্রেটারী ও লিও ক্লাব এডভাইজার লায়ন আবু তাহের, লিও জেলার প্রাক্তন সভাপতি লায়ন আবুল খায়ের, লায়ন্স ডিস্ট্রিক্টের জোনাল এডভাইজার লায়ন জিয়াউদ্দিন সোহেল, ব্লুমিং স্টার লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মনোয়ার সাদাত আলভী।
এসময় লায়ন্স নেতৃবৃন্দ পরিবেশ রক্ষায় গাছের প্রয়োজনীয়তা নিয়ে শিশুদের সাথে কথা বলেন। গাছের পরিচর্যা এবং বৃক্ষরোপণে শিশুদেরকে উদ্ধুদ্ধ করনে নানা উপদেশ দেন। শিশুদের মধ্যে চকলেট এবং গাছের চারা বিতরণের মধ্যে দিয়ে কর্মসূচীর সমাপ্তি ঘটে। আগামীতে ক্লাবের পক্ষ থেকে শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়।
উক্ত কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের প্রাক্তন সভাপতি লিও আব্দুল্লাহ আল মারুফ, লায়লা কাবির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হীরা, বন্ধন লিও ক্লাবের সদস্য যথাক্রমে এনামুল হক জুয়েল, ইমতিয়াজ নিহাল, আল আমিন, এমরান, সজিব, ইভা, তানজিনা প্রমুখ।