মিয়ানমার সীমান্তের রাখাইনের লাল দ্বীপ এলাকা থেকে কক্সবাজারের টেকনাফের স্থলবন্দরে ৩টি গুলি এসে পড়েছে। এ ঘটনায় বন্দরের অফিসের জানালার কাঁচ ও ট্রাকের সামনের গ্লাসে ২টি গুলিসহ আরও ১টি গুলি বন্দরের ভেতরে পড়েছে। বুধবার ( ১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. আদনান চৌধুরী।
টেকনাফ ইউএনও বলেন, বুধবার দুপুরের দিকে নাফনদীর মিয়ানমার সীমান্তের লাল দ্বীপ এলাকা থেকে ৩টি গুলি এসে পড়লো টেকনাফ স্থল বন্দরের অফিসের জানালা ও ট্রাকে সামনে গ্লাসে ২টি গুলি লাগে। এতে জানালা ও ট্রাকের সামনের গ্লাস কিছুটা ভেঙে যায়। সে সঙ্গে আরও ১টি গুলি বন্দরের ভেতরে পড়েছে। এ ঘটনায় বন্দরের কর্মরত কোন ব্যক্তি আহত হয়নি। তবে কারা গুলি বর্ষণ করেছে সেটা স্পষ্ট হওয়া যায়নি।
সুত্রে জানা গেছে, বাংলাদেশ-মিয়ানমারের সীমান্তের নাফনদীর ওপারে লাল দ্বীপে দুই-তিন সপ্তাহে জুড়ে মিয়ানমারের দুই সশস্ত্র সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন (আরএসও) ও আরাকান আর্মি (এএ) মধ্যেই ব্যাপক সংঘর্ষ চলছে। এ ঘটনায় সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। তবে মিয়ানমার সীমান্তের ওই দ্বীপে আরসা নামে আরও একটি সশস্ত্র সংগঠন অবস্থা করছে বলে জানা গেছে। অপরদিকে রাখাইনের মংডুর শহরে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মি সহ তিনটি বিদ্রোহী গ্রুপের মধ্যেই সংঘাত চলমান।
এর আগে মিয়ানমার সীমান্ত থেকে একাধিক বার নাফনদীতে বাংলাদেশি ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনাও ঘটেছিল।