আরও তিন দিন সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র ভ্রমণে আরও তিনদিন নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন।

সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক চিঠিতে সাজেক ভ্রমণ না করার কথা বলেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জোবাইদা আক্তার।

চিঠিতে বলা হয়েছে, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আগামী ১-৩ অক্টোবর সাজেক পর্যটন কেন্দ্র ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীণ আক্তার জানান, সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করার সময় আরও তিন দিন বাড়ানো হয়েছে।

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ১৯ ও ২০ সেপ্টেম্বর সহিংসতা চলাকালে সাজেক ভ্যালি ভ্রমণে গিয়ে আটকা পড়েন প্রায় ১৪শ’ পর্যটক। পরে তিনদিন অবরোধের কারণে সাজেক ছাড়তে পারেননি পর্যটকরা। এ অবস্থায় ঝুঁকি এড়াতে পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে আসছে রাঙ্গামাটি প্রশাসন।

প্রথম দফায় গত ২৫-২৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয় ধাপে ২৮-৩০ সেপ্টেম্বর পর্যন্ত আরও তিনদিন তা বাড়ানো হয়। তৃতীয় ধাপে নিরুৎসাহিতকরণ বাড়ানো হলো আরও তিন দিন।