বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৫

বাঁশখালীতে গ্যাস বহনকারী দ্রুতগামী টেইলর গাড়ী এক সিএনজিকে মুখামুখি সজোরে ধাক্কা দেয়াতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে, এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় সিএনজির ২ যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরো ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের একজনের অবস্থা আশংকাজনক হওয়াতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে, বাকীরা বাঁশখালী চাঁদপুর সি বি হসপিটালে চিকিৎসাধীন চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহর হইতে একটি সিএনজি চালিত অটোরিকশা ৫ জন যাত্রী নিয়ে আসার পথে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউপির বাণীগ্রাম নয়াদিঘীর পাড় এলাকায় আসার সাথে সাথে বাঁশখালী হইতে চট্টগ্রামগামী গ্যাস বহনকারী দ্রুতগামী একটি টেইলর গাড়ি সজোরে মুখোমুখি ধাক্কা দেয়ার ফলে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যাওয়াতেই এমর্মান্তিক হতাহতের ঘটনা ঘটেছে।

বুধবার (১৬অক্টোবর) বিকাল ২টার দিকে বাঁশখালী-চট্টগ্রাম প্রধান সড়কের সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম নয়াদিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কেরনতলী হোয়ানক এলাকার নুরুল ইসলাম প্রঃ টুনু মিয়ার পুত্র মোঃ ওয়াসিফ (১৮) নামে এক সিএনজি যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। একই জেলার ও উপজেলার কালারমার ছড়া ইউপি উত্তর নলবিনা ভাঙ্গার মুখ বড়ুয়া পাড়া এলাকার মালেশিয়া প্রবাসী সৈকত বড়ুয়ার তিন বছর বয়সী শিশু কন্যা রশ্মি বড়ুয়া (৩।

এই ঘটনায় আহতরা হলেন, কক্সবাজার জেলার মহশখালী হুয়ানক ইউপির হাজী ইমাম শরীফের পুত্র ৫ নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য গোলাম কুদ্দুস (৬৮), মালেশিয়া প্রবাসী সৈকত বড়ুয়ার স্ত্রী অর্থাৎ নিহত শিশু কন্যার মাতা প্রিয়ন্তি বড়ুয়া (২১) ও সিএনজি চালক জাবের (১৯)। মোয়াদের ছেলে সোহান (১৮), মৌলানা ইদ্রিসের পুত্র মোঃ ওবায়দুল্লাহ (১৯)।

সড়ক দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন বাঁশখালী থানা সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।