বন্দর কর্তৃপক্ষের মধ্যস্থতায় সম্মতি

নিয়োগপত্র পাবেন প্রাইম মুভার-ফ্লাটবেট শ্রমিকরা

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যস্ততায় অবশেষে প্রাইম মুভার ও ফ্লাটবেট মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। তারা মঙ্গলবার সকাল থেকেই কাজে যোগ দেবেন বলেও সম্মতি দিয়েছেন।

এছাড়া বিকেলে জেলা প্রশাসন কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দপ্তরে শ্রম অধিদপ্তর, বিআরটিএ কর্তৃপক্ষ, চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেট ওনার্স এসোসিয়েশন এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে নিয়োগপত্র প্রদান করবেন।

সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর এম ফজলার রহমানের সভাপতিত্বে আয়োজিত এক সভায় ওই সিদ্ধান্ত হয়। এছাড়া সভায় মালিক-শ্রমিকদের উভয় পক্ষের আলোচনার মাধ্যমে তাদের দাবি পূরণের বিষয়ে মধ্যস্থতাও করা হয়। এতে সকল পক্ষ একমত পোষণ করেন। বন্দরের সভায় চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেট ওনার্স এসোসিয়েশন এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনীর কর্মকর্তা, শ্রম অধিদপ্তর ও বিআরটিএ’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত ২১ ও ২২ অক্টোবর নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়াসহ অন্যান্য দাবি আদায়ে প্রাইম মুভার ও ফ্লাটবেট শ্রমিকেরা ৩৪ ঘণ্টা কর্মবিরতি পালন করে। পরে দাবি পূরণের আশ্বাসে তারা কাজে ফেরেন।