বাংলাদেশ রেলওয়ে পূবাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তার অফিসে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
এ সময় কার্যালয়ের কম্পিউটারসহ আলমারি ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র ও যাবতীয় মালামাল নিয়ে যায়। এ ঘটনায় মামলা করা হবে বলে জানান বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও)।
বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোহাম্মদ আনিসুর রহমান বলেন, মঙ্গলবার রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোরেরা লোহার গ্রিল কেটে অফিস কক্ষে ঢুকে ৫টি কম্পিউটার এবং আইপিএস, ইউপিএস, মনিটর, প্রিন্টার ও রাউডারসহ অফিসের আলমারী ভেঙে যাবতীয় স্টেশনারীসহ সম্পূর্ণ মালামাল চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকার মতো হবে।
বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তার (আরএনবি) চীফ আশরারুল ইসলাম বলেন, ‘আমাদের জনবল সংকটে কারণে সব অফিসে নিরাপত্তা দেয়া সম্ভব না। তাছাড়া যার যার অফিসে নিজস্ব চৌকিদার রয়েছে। আমি নিজেও ঘটনাস্থল দেখে আসছি, ডিটিও অফিসের পেছনের সাইডের দুর্বল একটা জানালার লোহার রড কেটে চোর ডুকেছে। আর আমাদের জনবল সংকটের কথা আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে জানিয়েছি। আশা করি বিধি মোতাবেক জনবল সংকটের ব্যাপারে একটা ব্যবস্থা হবে।’