রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় সচিব এবং রেলওয়ের মহাপরিচালক মহোদের চট্টগ্রাম সফরকালে রেলওয়ে শ্রমিক দল নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন।
জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এড এম আর মনজুর নেতৃত্বে শ্রমিক প্রতিনিধি দলে যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল হক, মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, বিভাগীয় সমন্বয়ক জিয়াউর রহমান, মফিজুর রহমান, মজিবুর রহমান, কেন্দ্রীয় নেতা সামসুল আলম,রফিকুল ইসলাম, মাকসুদুর রহমান, কাউছার আলম, ফিরোজ আলম, আব্দুল মালেক, শরিফুল আলম, রুবেল হোসেন, আব্দুল আওয়ালসহ শাখার সভাপতি সম্পাদক ও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর পাহাড়তলী কন্ট্রোল অফিসে অনুষ্ঠিত আলোচনা শেষে রেল উন্নয়নে শ্রমিক পক্ষের ১৬ সুপারিশ ও ১০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।