নগরীর আকবরশাহ এলাকায় পাহাড় ধসে খোকা (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে। এতে ৩ জন আহত হয়েছেন। যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বেলতলি ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস ও আকবরশাহ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক।
তিনি বলেন, আমাদের টিম একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আরও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে। এখনো উদ্ধার অভিযান চলছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।