বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে বিধি ভঙ্গের দায়ে দুই বছরের জন্য ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে ফিফা। নিষেধাজ্ঞা দেয়ার পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে তাকে। শুক্রবার এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার ‘স্বাধীন নৈতিকতা কমিটি’ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। নিষিদ্ধের পাশাপাশি সোহাগকে ১০ হাজার সুইস ফ্রাঁ বা বাংলাদেশি টাকায় প্রায় ১২ লাখ টাকা জরিমানাও করেছে ফিফা।
জানা গেছে, ফিফার তহবিলের অপব্যবহারের কারণে সোহাগকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ফিফার বিবৃতিতে বলা হয়, বাফুফেকে দেয়া ফিফার ফান্ডের খরচের হিসাব দিতে ভূয়া কাগজপত্র দাখিল করা হয়েছে। ফান্ডের অর্থ খরচ সংক্রান্ত বিষয়ে বাফুফের দেয়া তথ্য পর্যালোচনা করে ফিফার তদন্তে এবং শুনানিতে ভুল ধরা পড়েছে।
ফিফার ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করা হয়। এছাড়া শাস্তির বিষয়টি জানিয়ে আবু নাঈমকে চিঠি পাঠানো হয়েছে। চিঠির অনুলিপি দেয়া হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকেও (এএফসি)।