পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে বিশ্বের ৮টি দেশ। বৃহস্পতিবার দেশগুলো এই ঘোষণা দেয়।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান ও ফিলিপাইনে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এই আট দেশে আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপন করা হবে।
তুরস্কই প্রথম দেশ হিসেবে শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ অন্য দেশ আজ মাগরিবের নামাজের পর শাওয়ালের চাঁদ দেখার জন্য বসবে। চাঁদ দেখার পর কমিটি পরবর্তী সিদ্ধান্ত জানাবে।
সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি আজ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য দেশটির মুসলমানদের আমন্ত্রণ জানিয়েছে।