সৈয়দ তৌকির আহমদ, নির্বাহী সম্পাদক -দৈনিক ভোরবেলা

বিশেষ সম্পাদকীয় / ঈদ মোবারক

 

মানুষের স্বপ্ন সীমাহীন। স্বপ্নের ভেতরই বেঁচে থাকে মানুষ। সময় যতটা প্রতিকূল হোক তবুও মানুষ আশায় বাঁধে বুক।
তবুও স্বপ্ন দেখে নতুন দিনের। ঘোর নিশা কেটে আসবে নতুন ভোর। এভাবেই মানুষ জেগে থাকে নতুন স্বপ্নের ভেতর। বেঁচে থাকে ভবিষ্যৎ বুকে ধরে। মাহে রমজান আধ্যাত্মিক উৎসবের মাস। বছর ঘুরে এ মাস আসে আমাদের কাছে। মাসজুড়ে এমন উৎসব বোধ করি আর নেই পৃথিবীতে। এ উৎসব আমাদের আত্মিক উন্নতি ঘটাতে সাহায্য করে। এটি নিজেকে সংশোধন করার বিশাল সুযোগ।

 

ঈদুল ফিতর উদযাপনের মধ্য দিয়ে পূর্ণতা পায় এ উৎসবের। মুসলিম জনতার মহামিলন হলো ঈদ। জীবনকে অন্য রকম করে দেখার এক মহান দিন। এক অনুপম আদর্শের দিন। ঈদ এক আনন্দঘন অনুষ্ঠান। ভাগ করে নিলে আনন্দ বাড়ে। আমরা আনন্দকে ভাগ করে নিতে চাই। বিলিয়ে দিতে চাই সবার মাঝে। একীভূত হতে চাই আন্তরিক ও ভালোবাসার সাথে। কল্যাণ কামনা করি পরস্পরের।

আমাদের পরিবার, সমাজ ও দেশ হোক শান্তি ও সুন্দরের প্রাণময় উদ্যান। দূর হোক অন্যায়, অবিচার, অসত্য ও দুঃখময় দিন। আমরা নিয়ত প্রার্থনা করি মহান প্রভুর দরবারে, তিনি যেন অকল্যাণ ও অসুন্দর থেকে মুক্তি দেন আমাদের।

 

ঈদের আনন্দ নানাভাবে উপলব্ধি করি আমরা। নানা
আয়োজনের ভেতর ঈদ হয়ে ওঠে এক অন্য রকম দিন। দৈনিক ভোরবেলা  ঈদ স্পেশাল তারই একটি উৎসধারা। আমাদের এ উদ্যেগ ঈদ আনন্দের সঙ্গী হয়ে ওঠে। আনন্দকে
বাড়িয়ে তোলে বহু গুণ। সত্য ও সুন্দরই আমাদের প্রথম ও শেষ বিবেচনা।

পারস্পরিক বিভেদ নয়, ঐক্যের সুমহান বাতাস আমাদের দুঃখের ক্ষতগুলো মুছে দিক। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখতে চাই। বিভাজন কোনো দিন কোনো জাতির অগ্রগতি এনে দিতে পারে না। ঐক্যই জাতির মূল শক্তি। আমরা ঐক্যেরই গান গাই।