বাংলাদেশ মানবাধিকার ফোরাম (বিএমএফ) চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে নগরের বহাদ্দারহাটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জিএম মাহাবুব হোসেন।
অনুষ্ঠানে সবার সর্বসম্মতি ক্রমে একটি এতিমখানা প্রতিষ্ঠা এবং সমাজের এতিমদের বিনামূল্য পড়ালেখার করার সিদ্ধান্ত হয়।
সাংগঠনিক সম্পাদক জামাল হোসাইনের সঞ্চলনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় মহাসচিব আকতার উদ্দিন রানা।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর হারুন। বক্তব্য রাখেন চট্টগ্রাম কাগজ এর সম্পাদক ও সংগঠনের সহ-সভাপতি আবদুল গাফফার মিয়াজী, মোহাম্মদ সেলিম, লোকমান মিয়া, যুগ্ম সম্পাদক রিদুয়ানুল আলম, মহিলা মেম্বার সাজেদা আকতার রিনা, মোহাম্মদ হারন, ফরিদা ইয়াসমিন, রেহেনা আহমেদ মনি ও আবদুল জলিল প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশ জাতির জন্য দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন আবদুল গাফফার মিয়াজী।