দক্ষিণ কোরিয়ায় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

দক্ষিণ কোরিয়ায় মার্কিন ঘাঁটির কাছে প্রশিক্ষণ চলাকালে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ শনিবার দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় সকাল পৌনে ১০টায় এ ঘটনা ঘটে।

মার্কিন সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমানটি উত্তর কোরিয়ার সীমান্ত থেকে ৬৪ কিলোমিটার দূরে ওসান বিমান ঘাঁটির কাছে কৃষি জমিতে বিধ্বস্ত হয়েছে।

এতে আরও বলা হয়, পাইলট নিরাপদে যুদ্ধবিমান থেকে বের হতে পেরেছেন। তাকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার জিওনগি প্রদেশের গভর্নর কিম দং-ইয়ন টুইটারে জানান, স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা যুদ্ধবিমানটির আগুন নেভাবে গিয়েছে।

মার্কিন সেনাবাহিনী গণমাধ্যমকে জানিয়েছে, পাইলট নিয়মিত প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন এবং এই ঘটনার তদন্ত চলছে।