প্রিমিয়ার লিগে শীর্ষস্থান মজবুত করল ম্যানসিটি

লিডসের বিপক্ষে গতকাল লক্ষ্যভেদ করতে পারেননি ‘গোলমেশিন’ আর্লিং হালান্ড! তাতে কী! ইত্তিহাদে জিততে একটুও বেগ পেতে হয়নি পেপ গার্দিওলার দলকে। ইকেই গুন্ডোগানের জোড়া গোলে সিটিজেনরা ২-১ গোলে হারিয়েছে লিডসকে। প্রথমার্ধে আট মিনিটির ব্যবধানে ইকেই গুন্ডোগানের করা জোড়া গোলে ২-০ গোলে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। দুটি গোলেই অ্যাসিস্ট করেছেন রিয়াদ মাহরেজ। অবশ্য চুরাশি মিনিটে পেনাল্টি মিস করে হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন গুন্ডোগান। পরের মিনিটেই লিডসের হয়ে একটি গোল শোধ দেন রোদ্রিগো।

টানা তৃতীয় লিগ শিরোপার আরো কাছে পৌঁছে গেল সিটিজেনরা। ট্রফি লড়াইয়ে থাকা আর্সেনালের চেয়ে এখন তারা এগিয়ে ৪ পয়েন্ট। সমান ৩৪ ম্যাচ খেলে ম্যানসিটির পয়েন্ট ৮২ আর আর্সেনালের অর্জন ৭৯। ইংলিশ লিগের অন্যান্য ম্যাচে টটেনহাম ১-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। প্রথমার্ধের যোগ করা সময়ে স্পার্সদের হয়ে একমাত্র গোলটি করেছেন হ্যারি কেইন। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে চেলসিও। বোর্নমাউথের মাঠে ব্লুজদের জয় ৩-১ গোলে। অন্তবর্তী কোচ হিসাবে ফ্রাংক ল্যাম্পার্ড কোচ হওয়ার পর চেলসির এটা প্রথম জয়। ইতালিয়ান সিরি ‘এ’তে এসি মিলান ২-০ গোলে হারিয়েছে লািসওকে। এই জয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্নও খানিকটা জাগিয়ে তুলল স্তেফানো পিওলিসের দল।