নাটোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক নেতা নান্নু শেখকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে, ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মিঠুন আলী তাঁর লোকজন দিয়ে এই হামলা চালিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নান্নু শেখকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নান্নু শেখ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের ও মিঠুন আলী সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী। দীর্ঘদিন ধরে নান্নু ও মিঠুনের মধ্যে শ্রমিক সংগঠন নিয়ে বিরোধ চলে আসছিল।
আজ মঙ্গলবার বিকেলে শহরের ভবানীগঞ্জ মোড়ে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল ৩টায় নান্নু শেখ মিঠুন আলীর ব্যক্তিগত অফিস সংলগ্ন একটি দোকানে এসে বসেন। এর কিছুক্ষণ পর দলবল নিয়ে অফিসে আসেন মিঠুন। এ সময় নান্নু শেখ সেখানে রয়েছেন জেনে সদলবলে বেরিয়ে এসে অতর্কিত হামলা চালান নান্নু শেখের ওপর। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে নান্নু শেখকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এদিকে হামলার জন্য নির্দেশদাতা হিসেবে সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে দায়ী করেছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এমপি শিমুল বিএনপি থেকে আসা সন্ত্রাসীদের লালন করেন। তারা প্রায়ই আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলা চালায়। বারবার এমন ঘটনা ঘটছে। এমপি শিমুল সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধ না করলে দলের স্বার্থে তাঁর বিরুদ্ধে কেন্দ্রে অভিযোগ করতে বাধ্য হব।’
এ বিষয়ে জানতে ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মিঠুন আলীর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কারা হামলা চালিয়েছে সে খোঁজ করা হচ্ছে। এখনো পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি।’