বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জমজমাট আসর কান চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার (১৬ মে) ফ্রান্সের দক্ষিণ সমুদ্রতীরবর্তী শহর কানে পর্দা উঠেছে ৭৬তম এই উৎসবের। বিশ্বের নানা প্রান্ত থেকে এ উৎসবে যোগ দিয়েছেন অনেক তারকা। ১১ দিনব্যাপী এ উৎসবে আরো অনেক তারকাই অংশ নেবেন।
বিশ্বের অন্য তারকাদের মতো ভারতের দক্ষিণী সিনেমা কিংবা বলিউডের অনেক অভিনেত্রী কান উৎসবে অংশ নিয়ে থাকেন। এরই মধ্যে ভারত থেকে উড়ে গেছেন তামান্না ভাটিয়া, উর্বশী রাউতেলা, ম্রুণাল ঠাকুর। তা ছাড়াও ঐশ্বরিয়া রায় বচ্চন, দীপিকা পাড়ুকোন, আনুশকা শর্মা, মানশি চিল্লারসহ অনেকে এ উৎসবে অংশ নেবেন।
মজার বিষয় হলো- অনেকেরই প্রশ্ন, বছরে একটি সিনেমা না করেও বলিউড অভিনেত্রীরা কীভাবে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন? আবার অনেক অভিনেত্রী বার বার এই উৎসবে অংশ নেন কীভাবে?
জানিয়ে রাখা ভালো, এসব বলিউড অভিনেত্রীরা কোনো সিনেমার প্রচারের জন্য এই উৎসবে অংশ নিতে যান না। বরং এই অভিনেত্রীরা এই উৎসবে ব্র্যান্ডের প্রচারের জন্য অংশ নেন।
বিশ্ববিখ্যাত বিউটি ব্র্যান্ড ল’রিয়াল প্যারিস গত কয়েক বছর ধরে কান চলচ্চিত্র উৎসবের সৌন্দর্যের অংশীদার। যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর মূলত বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও ঐশ্বরিয়া রায় বচ্চন। এই চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণকারী অভিনেত্রীরা বিভিন্ন ব্র্যান্ডের হয়ে হাজির হন।
এবারের কান চলচ্চিত্র উৎসবে একটি নামি ব্র্যান্ডের হয়ে প্রচারে অংশ নেবেন আনুশকা শর্মা। ওই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর এবং প্রতিষ্ঠানটির প্রতিনিধিত্ব করবেন আনুশকা।