জ্যৈষ্ঠ মাসের দুপুরে ভিন্ন অবতারে ধরা দিলেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসান। দিন বাড়ার সঙ্গে সঙ্গে জয়ার রূপও বেড়ে চলেছে। কেউ কেউ মনে করেন, জয়ার বয়স একটি ঘরেই আটকে আছে। এজন্যই তিনি চিরসবুজ নেটিজেনদের এমনই ধারণা। আজ দুপুরে বেশ কয়েকটি ছবি তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেন জয়া।
ছবিতে দেখা যায়, খাটের উপর বিভিন্ন অঙ্গ ভঙ্গী করে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন জয়া। ছবিগুলোতে বোল্ড অবতারে ধরা দেন এই নায়িকা। স্পষ্ট তাঁর বক্ষ যুগল। ক্যাপশনে লিখেন, ‘জীবন মানে রঙের পুরো বাক্স ব্যবহার করা’। মুহুর্তেই ভাইরাল হয়ে যায় ছবিগুলো।
ছবিগুলো শেয়ার করার ঘন্টা খানিকের মধ্যে আঠার হাজারের বেশি রিয়েক্ট ১০০+ শেয়ার, মন্তব্য পড়েছে প্রায় ৪৫০০। মন্তব্যের ঘরে জয়ার সৌন্দর্যের প্রশংসায় মেতেছেন তার অনুরাগীরা।
দুই বাংলার দর্শকরা এখন জয়াকে চেনেন ‘ডুব সাঁতার’র রেণুকা, ‘গেরিলা’র বিলকিস বানু কিংবা ‘দেবী’র রানু হিসেবে। আবার কেউ কেউ তাকে’রাজকাহিনী’র রুবিনা, ‘কণ্ঠ’র রমিলা বা ‘ক্রিসক্রস’র মিসেস সেন বলেও চিহ্নিত করেন। কারণ, চরিত্রগুলো নিজের মধ্যে ধারণ করেছেন এবং অভিজ্ঞতা-ব্যক্তিত্ব দিয়ে প্রাণবন্ত করে তুলেছেন এই অভিনেত্রী।
এদিকে, জয়া আহসান দুই বাংলা পর বলিউডের সিনেমাতেও নাম লিখিয়েছেন। তাকে বলিউডের ‘করক সিং’ নামের সিনেমায় দেখা যাবে। ইতোমধ্যেই সেই সিনেমার শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী।