জুন মাসের শেষদিকে পবিত্র হজ পালনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৪ জুনের পর নতুন করে ওমরা পালনের সুযোগ পাচ্ছেন না মুসল্লিরা। সৌদির হজ এবং ওমরা মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, হজের আগে নতুন করে আবেদনের সুযোগ পাবেন না কেউ। গালফ নিউজ তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
হজকে সামনে রেখে ইতোমধ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে সৌদি আরবের মক্কায় পাড়ি জমাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হজযাত্রীদের স্বাগত জানাতে প্রতি বছরের মতো এবারও ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশটির সরকার।
মন্ত্রণালয় জানিয়েছে, হজের আগে নতুন করে ওমরার অনুমতি দেওয়া হচ্ছে না। যাদের কাছে ওমরার অনুমতি আছে তাদের আগামী ১৮ জুনের মধ্যে মক্কা নগরী ছাড়তে হবে।
দেশটির জননিরাপত্তা বিভাগের সাধারণ অধিদপ্তর জানায়, যাদের কাছে হজ মৌসুমের কাগজপত্র থাকবে না তাদের মক্কায় প্রবেশের অনুমতি দেবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা চলতি মাস থেকে কার্যকর করা হয়েছে।