সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটারের পর টিকটকেও অ্যাকাউন্ট খুলেছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়ে অ্যাকাউন্টটি অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্টের লিংক (https://www.tiktok.com/@albdofficial) যুক্ত করে ফেসবুক পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্ট ফলো করুন। একই সঙ্গে বন্ধুদের ইনভাইটেশন দিন।’ পোস্টে কিউআর কোডও শেয়ার করা হয়েছে। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত আওয়ামী লীগের ফেসবুক পোস্টটি সাড়ে ৫ হাজারের
বেশি ব্যবহারকারী প্রতিক্রিয়া দেখিয়েছেন। পোস্টটিতে ৭ শতাধিক কমেন্ট ও শেয়ার হয়েছে প্রায় ১ হাজারেরও বেশি।আর এই সময়ের মধ্যে অফিশিয়াল টিকটক অ্যাকাউন্টটি ১ হাজারের বেশি ব্যবহারকারী অনুসরণ (ফলো) করছেন এবং লাইক পড়েছে সাড়ে ৮শ’র বেশি।
আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্টটিতে গত দুই দিনে পাঁচটি ভিডিও আপলোড করা হয়েছে। এর মধ্যে চারটি দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং একটি যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের।