ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু

 

দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল আটটা পর্যন্ত) সারাদেশে নতুন করে আরও তিনজন এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হলো। গত একদিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৭ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও ৯৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৮৭ জন ঢাকায় চিকিৎসাধীন। বাকি ১০ জন রাজধানীর বাইরে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে ৩৮৭ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ৫৩ জন এবং ঢাকার বাইরে ৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে ৩০০ জনের মৃত্যু হয়েছিল।