চলতি বছর সমাপ্ত মে মাসে দেশ থেকে রফতানি হয়েছে ৪৮৪ কোটি ৯৬ লাখ ২০ হাজার ডলারের পণ্য। গত বছরের মে মাসে রফতানি হয়েছিল ৩৮৩ কোটি ২ লাখ ৯০ হাজার ডলারের পণ্য। অর্থমূল্য বিবেচনায় পণ্য রফতানিতে মে মাসে প্রবৃদ্ধি হয়েছে ২৬ দশমিক ৬১ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো(ইপিবি) এসব তথ্য প্রকাশ করেছে।
ইপিবির প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের ১১ মাসে রফতানি হয়েছে ৫ হাজার ৫২ কোটি ৭২ লাখ ২৪ হাজার ডলারের পণ্য।
গত অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল ৪ হাজার ৭১৭ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ডলারের পণ্য। এ হিসেবে ১১ মাসে পণ্য রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ১১ শতাংশ।