চট্টগ্রাম : চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব নিয়েছেন নুরে আলম মিনা। এ রেঞ্জের ৬১তম ডিআইজি হিসেবে রোববার তিনি দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর ডিআইজি কার্যালয় প্রাঙ্গণে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
পরে চট্টগ্রাম রেঞ্জের কর্মকর্তাদের নিয়ে জেলা পুলিশ লাইনসে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের জন্য নির্মিত জাগ্রত ৭১ ও রণবীর ৭১’ এ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
নুরেআলম মিনা ১৯৭৬ সালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
২০০১ সালে ২০তম বিসিএসের একজন সদস্য হিসেবে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে যোগদান করেন নুরেআলম মিনা। ২৩ বছরের কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে সুনাম, যোগ্যতা, পেশাদারিত্ব এবং নৈতিকতার সাথে দায়িত্ব পালন করেছেন।
চাকরি জীবনে তিনি সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রাম জেলার পুলিশ সুপার ও রংপুর মহানগর পুলিশের কমিশনারের দায়িত্ব পালন করেছেন।