চট্টগ্রামে সাঈদীর জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষ, আটক ৩০

চট্টগ্রাম : চট্টগ্রামে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা পড়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর কাজীর দেউড়ি মোড় এবং ওয়াসা মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশ ৩০ জনকে আটক করে। পুলিশের বাধার মুখে চট্টগ্রামে গায়েবানা জানাজা পড়তে পারেনি তারা।

জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠের চারিদিকে নগরীর কাজীর দেউড়ি থেকে চট্টেশ্বরী ও ওয়াসা মোড় হয়ে গরীব উল্লাহ শাহ মাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে পুলিশ দফায় দফায় ধাওয়া করে জড়ো হওয়াদের তাড়িয়ে দেয়।

নগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, মেট্রোপলিটন এলাকায় কোনো সমাবেশের আগে অনুমতি নিতে হয়। কিন্তু অনুমতি না নিয়েই জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। তাদের ছোঁড়া ইটপাটকেলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে।

আগের দিন রাতে মারা যাওয়া যুদ্ধাপরাধী সাঈদীর মৃত্যুতে জামিয়াতুল ফালাহ মসজিদে বাদ আছর গায়েবানা জানাজা পড়ার ঘোষণা করেছিল নগর জামায়াত। দুপুরের পর থেকে মসজিদ মাঠের দুই গেইট বন্ধ করে অবস্থান নেয় পুলিশ।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদার বলেন, কোনো অনুমতি ছাড়াই তারা গায়েবানা নামাজের জানাজার জন্য এখানে জড়ো হতে থাকে। পরে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থল থেকে কমপক্ষে ৩০ জনকে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই চলছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।