বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপকের দায়িত্ব পেলেন চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) মোহাম্মদ নাজমুল ইসলাম। সদ্য বিদায়ী মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন অবসরে গেলে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় তাকে।
শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মীর আলমগীর হোসেনের স্বাক্ষরে এই আদেশ জারি করা হয়।
জানা গেছে, সাবেক রেল মহাব্যবস্থাপক(পূর্ব) জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবার (১৯অক্টোবর) চাকরি থেকে অবসরে গেলে শূন্যপদের বিপরীতে শূন্যপদের বিপরীতে চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) নাজমুল ইসলামকে মহাব্যবস্থাপকের (পূর্ব) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
মোহাম্মদ নাজমুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন,দীর্ঘদিন চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব)হিসেবে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করেছি। যথাযত কর্তৃপক্ষ এখন আমার উপর যে অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেছে সে দায়িত্বও পূর্বের ন্যায় সততা ও নিষ্টার সাথে পালনে সচেষ্ট হব ইন শাহ আল্লাহ।