করোনায় সেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন ডা: শাহীন
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি :: করোনা প্রতিরোধে বিশেষ অবদান রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডা: মো: শাহীন আব্দুর রহমান চৌধুরী।
গতকাল সোমবার (২৭ জুন) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম থেকে সম্মাননা স্বারক গ্রহণ করেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। তিনি কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও প.প কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। বৈশ্যিক করোনা মহামারিতে স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের জন্য ২৫০ শয্যা জেলা সদর হাসপতাল, কক্সবাজার এ আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে তাকে এ সম্মানে পুরুষ্কৃত করা হয়।
ডা: মো. শাহীন আব্দুর রহমান চৌধুরী বলেন, তিনি জেলা সদর হাসপাতালে আরএমও থাকাকালীন গত বছর তিনি বিভাগীয় পর্যায়ে মনোনীত হন। সোমবার তিনি বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: হাসান শাহরিয়ার কবীর এর কাছ থেকে সম্মাননা স্বারক গ্রহণ করেন বলে জানান। উল্লেখ্য, ডা: শাহীন কুতুবদিয়ায় স্বাস্থ্য ও প.প কর্মকর্তা হিসেবে যোগদানের পর হাসপাতালের শৃংখলা সহ বেশ কিছু উন্নয়নমূলক কর্মকান্ড শুরু করেছেন।