রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট আজিজুল হক শামীম ওরপে অ্যালেন শামীম ও তার সহযোগীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) বিকালে পারুয়া ইউনিয়নের সবস্তরের জনসাধারণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পারুয়া ইউনিয়নের কোকানিয়া এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে এলাকার ভোক্তভোগি মানুষেরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন তার হাতে নির্যাতনের শিকার বীর মুক্তিযোদ্ধা সন্তান আবু বক্কর সিদ্দিক দিদার, কোকানিয়া গ্রামের কৃষক নুরুল ইসলাম, আব্দুল মান্নান, মো. ইব্রাহিম, মোহাম্মদ জাফর প্রমুখ।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তার এমন কর্মকান্ডে অতিষ্ট হয়ে ওঠেছে সাধারণ মানুষ। দিনদুপুরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে চলাফেরা, গভীর রাত পর্যন্ত তাদের আনাগোনায় এলাকার মানুষের আতংকে দিন কাটে। মাদক মামলার গ্রেফতার হয়েও মাত্র কয়েকমাসের ব্যবধানে জেল থেকে বেরিয়ে সন্ত্রাসী ও মাদক কারবার অব্যাহত রাখে। এমনকি তার আস্তানায় র্যাবের অভিযানের পর সে আরও বেপরোয়া হয়ে ওঠে এবং একে একে নিরীহ গ্রামবাসীর উপর প্রকাশ্যে হামলা চালাতে থাকে।
এরমধ্যে বেশ কয়েকজন আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীনও রয়েছেন। এলাকাবাসির দাবী লতাপাতা ছুরি করে অবশেষে আ বড় টাইটেল দিয়ে এ্যালেন শামীম নাম ধারণ করে শান্তি প্রিয় এলাকাকে অশান্তিতে পরিনত করেছে। আমরা তার ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী কামনা করি ।