‘রক স্টার ফ্যামিলি’র ডে-নাইট শট পিচ টুর্নামেন্ট সম্পন্ন

রাঙ্গুনিয়ায় ‘রক স্টার ফ্যামিলি’র ডে-নাইট শট-পিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হোছনাবাদ ইউনিয়নের খিলমোগল শমসের পাড়া চৌধুরী মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সাইমন কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে মো. নাছির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডা. মোরশেদ আলম এবং উদ্বোধক ছিলেন মো. ইমাম হোসেন চৌধুরী। এছাড়াও স্থানীয় মান্যগণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোরশেদ আলম বলেন, নিয়মিত খেলাধুলা করলে মানুষের শরীরের উপকারিতা রয়েছে। নিয়ম করে দৈনন্দিন খেলাধুলা করলে, হৃদপিণ্ডের সুস্থতা দান, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, উচ্চ রক্তচাপ কমানো, কোলেরেস্টেল লেভেল ঠিক রাখে, রক্ত সঞ্ছালন ঠিক রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং মাংসপেশি ও হাড় গঠনসহ সর্বোপরি একে অন্যকে শ্রদ্ধা করতে শেখায়। তাই খেলাধুলা ছোট-বড় সবাইকে স্বাস্থ্যকর করে গড়ে তুলে।

শেষে বিজয়ীদের মাধ্যমে পুরস্কার বিতরণের মাধ্যমে সভাপতি মো. নাছের উদ্দিন তালুকদার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এখানে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে ১৬টি ক্রিকেট দল অংশ গ্রহণ করে। দলগুলো হলো— এসটিএস হাটহাজারী, দক্ষিণ রাউজান, ড্রেইম বয়েজ, ইউনিক স্টার, ইয়ং স্টার, ডিপেন্ডেবল বয়েজ, রাইজিং স্টার, কনফিডেন্স ক্লাব, শামসুল ইসলাম স্মৃতি ক্রিকেট একাদশ, চন্দ্রঘোনা ইলেবেন, হালিম শাহ, বোম ব্লাস্ট ইলেবেন, ডেঞ্জার বয়েজ, সালেকুর রহমান, সিটিজি বয়েজ ও বোয়াল খালি ক্রিকেট একাদশ।