নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সৌজন্য বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক অটুট থাকবে এবং আরও গতিশীল হবে।
এরইমধ্যে নতুন সরকারকে স্বাগত জানিয়েছে নিকট প্রতিবেশী ভারত। তা উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমরা আশা করি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল হবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে পাশে থাকবে নয়াদিল্লি। মন্ত্রী বলেন, ভারতের পক্ষ থেকে আমাকে দিল্লি সফরের বিষয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা সময়টা দেখছি, কখন আমার জন্য এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর জন্য সুবিধাজনক হয়। সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা চাচ্ছি প্রথম দ্বিপাক্ষিক সফর ভারত হবে।
ভারতের সঙ্গে তিস্তা ইস্যু ও সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধসহ অমীমাংসিত বিভিন্ন বিষয় রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে আঞ্চলিক যোগাযোগ। যোগাযোগের ক্ষেত্রে আরও নতুন নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
এছাড়া জলবায়ু সংকট মোকাবিলায় ভারতকে পাশে চায় বাংলাদেশ। পাশাপাশি বেশ কিছু উন্নয়ন প্রকল্পে দেশটির সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।