চট্টগ্রামের কর্ণফুলীতে গলায় ফাঁস দিয়ে সুমন কান্তি সেন (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা শিকলবাহা সিডিএরটেক এলাকার জাফর সওদাগরের কলনীতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সুমন কান্তি সেন পটিয়া উপজেলার হাইদগাঁও ইউপির মৃত আসিম কান্ত সেনের ছেলে। তিনি বিয়ে করে পরিবার থেকে আলিদা হয়ে কর্ণফুলীতে নিজের স্ত্রীর সাথে বসবাস করতেন বলে জানান স্থানীয়রা।
প্রতিবেশীরা জানান, প্রতিদিনের মতোয় যে যার মতো ঘুমাতে চলে যায় হঠাৎ তার বউয়ের কান্নাকাটির শব্দ শুনে তাদের গিয়ে তার স্বামী ঘরের বিমের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়রা ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে খবর দিলে রাতে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে সে এই ধরনের কাজ কেন করেছে, কি জন্য করেছে তা জানা নেয় কারও।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জহির হোসেন বলেন, রাতে শিকলবাহা এলাকায় আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।