কোন রোগে আক্রান্ত ঋত্বিকা

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন ঋত্বিকা। পরে নায়িকা হিসেবে একাধিক সিনেমায় অভিনয় করেছেন। বাংলার পাশাপাশি দক্ষিণি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

অসুস্থ হয়ে পড়েছেন টলিউড নায়িকা ঋত্বিকা সেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, বেশ কয়েকদিন ধরে শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না তার। ফলে চিকিৎসকের কাছে যেতে হয় তাকে।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ঋত্বিকা লিখেছেন, ‘আবহাওয়ার পরিবর্তনের জেরে বেশ কিছুদিন ধরেই শরীরটা ঠিক নেই। গত সপ্তাহ থেকেই বুকে কফ রয়েছে, কাশি হচ্ছে, প্রবল ক্লান্তি রয়েছে। হাসপাতালে গিয়ে ডাক্তারকে দেখালাম। বললেন ইনফেকশন হয়েছে।’

তবে ভয়ের কিছু নেই বলে জানালেন ঋত্বিকা। আরেক ইনস্ট্রা স্টোরিতে তিনি জানান, চিকিৎসক প্রেসক্রিপশনে প্রয়োজনীয় ওষুধ লিখে দিয়েছেন। সেই ওষুধ খাওয়ার পাশাপাশি বিশ্রামে রয়েছেন ঋত্বিকা। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন বলেও জানান অভিনেত্রী।

অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তার অনুরাগীরা।