পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রাম এলাকায় অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার সকালে নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মোঃ মোরশেদ, ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল কাদের, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ নেজাম উদ্দিন, মোহাম্মদ রহিম, মোহাম্মদ মারুফ।
মাসব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে মনসা গ্রামে ২০০ অসহায় পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। মানবিক এ কাজে সকলকে সহযোগিতা করার আহবান জানান।