সরকার প্রতি মাসে ৭০০-৮০০ কোটি টাকা ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য অসচ্ছলদের মাঝে বিক্রি করায় রমজানে মানুষের মধ্যে কোনো হাহাকার নেই বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রোববার (৯ এপ্রিল) রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
টিপু মুনশি বলেন, বৈশ্বিক অবস্থা ভালো হলে দেশের মানুষ আরও বেশি স্বাচ্ছন্দ্যে থাকবে। এ জন্য আমাদের ধৈর্য ধরতে হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মুদ্রাস্ফীতি শতকরা ৯ শতাংশ হলেও বিএনপির দরদের দেশ পাকিস্তানে ৩৫ শতাংশ। অথচ বিএনপি দেশের কথা না বলে তাদের পেয়ারা পাকিস্তানের পক্ষে সাফাই গাইছেন।
রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ অন্যরা।