পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে মানবিক সংগঠন নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যোগে ২০০ অসহায় পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কুসুমপুরা ইউনিয়ন পরিষদের হল রুমে আয়োজিতনইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম।
এতে বক্তব্য রাখেন- পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মো: মোরশেদ, ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, ইউপি সদস্য রুজি আকতার, শান্তিরহাট সিএনজি সমিতির সাধারণ সম্পাদক আবদুর ছত্তার, মো: টিপু, ছাত্রলীগ আবদুল্লাহ আল মারুফ।