গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েসন ইউকে ‘র ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ৯ এপ্রিল রবিবার পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওমর ইসহাক চৌধুরী ।
সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মাদ কায়সার ও ট্রাস্টি মোহাম্মাদ আলী রেজার যৌথ সঞ্চালনায় মাহফিলে রমাজানের তাৎপর্য ও ফজিলত বিষয়ে প্রধান আলোচক ছিলেন ডেগেনহ্যাম সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম মাওলানা হাসান ।
মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউহাম বরার কাউঞ্চিলার ও চীপ হুইপ এনামুল ইসলাম ।
এ সময় ট্রাস্টি বিশিস্ট কমিউনিটি লিডার মোহাম্মাদ আলী রেজা উপস্থিত সকল ট্রাস্টিদের পরিচয় করিয়ে দেন এবং মঞ্চে আহবান করেন।
মঞ্চে আসন গ্রহণ করেন সংগঠনের উপদেস্টা কাজী আবুল হোসেন বাবুল, উপদেষ্টা ওমর আলী, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আলামগির, ট্রাস্টি মোহাম্মাদ আলী , ট্রাস্টি ব্যরিস্টার আবুল মনসুর শাহজাহান, ট্রাস্টি সেলিমুল হক, ট্রাস্টি আরশাদ মালেক , ট্রাস্টি মীর রাশেদ আহমেদ, ট্রাস্টি শওকত মাহমুদ টিপু, ট্রাস্টি ব্যরিস্টার চৌধুরী জিন্নাত আলী , ট্রাস্টি কাউঞ্চিলর সাইয়েদ ফিরোজ গনি, সাবেক সভাপতি মোহাম্মাদ ইসহাক, সাবেক সাধারন সম্পাদক মোহাম্মাদ কায়সার, বারিস্টার জিল্লুর রহমান প্রমুখ।
এ সময় রমজানের তাৎপর্য বিষয়ে বক্তব্য রাখেন উপদেষ্টা কাজী আবুল হোসেন বাবুল, উপদেষ্টা ওমর আলী, ট্রাস্টিদের পক্ষে বক্তব্য রাখেন ট্ট্রাস্টি ব্যরিস্টার আবুল মনসুর শাহজাহান ট্রাস্টি মীর রাশেদ আহমেদ , ট্রাস্টি শওকত মাহমুদ টিপু, ট্রাস্টি কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, ট্রাস্টি মোহাম্মাদ আলী রেজা, সাবেক সভাপতি মোহাম্মাদ ইসহাক, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মাদ কায়সার , সহ সভাপতি ডাক্তার বিশ্বাজিত রায়, সহ সভাপতি ইঞ্জিনিয়ার হাসান আনোয়ার , জয়েন্ট সেক্রেটারি ওসমান ফয়সাল, সাবেক ট্রেজারার মাসুদুর রহমান, মেম্বেরশিপ সেক্রেটারি মোহাম্মাদ এন এ চৌধুরী (টিংকু)।
অনুষ্ঠানে বিশিস্ট ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েসন ইউকে এর নেতৃবৃন্দ যথাক্রমে ব্যরিস্টার জিল্লুর রহমান , সেলিম হোসেন ,এ আর শাকিল , শাহিন আকতার , মিসেস রছে , উইং কমান্ডার আমিন রহমান, কমিনিটি লিডার শওকত ওসমান, শেখ মোহাম্মাদ নাসের, ইব্রাহিম জাহান , মরগেজ এডভাইসর জিয়া খান , কুতুবুল আলম, তানভীর সিদ্দিকি , ডাঃ মিসেস মিফতাউল নুর, মিসেস সালমা রেজা , মোস্তফা সাইয়েদ , জনাব নুরুল আলম, ইমদাদুল হক , নিক্সন চৌধুরী, সাদিয়া সুলতানা , শিলা চৌধুরী , রাকিব উল আলম প্রমুখ ।
অতিথি নিউহাম বরার কাউঞ্চিলার ও চীপ হুইপ এনামুল ইসলাম তার বক্তব্যে ইউকেতে বসবাসকারী চট্টগ্রামবাসীর ভূয়সী প্রশংসা করেন।
সমিতির কার্যক্রমে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েসন ইউকে এর যে কোন ভাল উদ্যোগে আমার সহযোগিতা থাকবে। চট্টগ্রামবাসীকে বিলেতের মাটিতে ঐক্যবদ্ধ করতে , পারস্পরিক সম্প্রিতি, সৌহার্দ্য ও বন্ধুত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে ।
প্রধান আলোচক মাওলানা হাসান রমজানের ফজিলত ও গুরুত্ব বিষয়ে বিশদ আলোচনা করেন । সভা শেষে ট্রাস্টিগন ও ইসি নেতৃবৃন্দ অনুষ্ঠানের সফল আয়োজনে বিশেষ ভুমিকা ও পরিশ্রমের জন্য ট্রাস্টি আরশাদ মালেক, ট্রাস্টি সেলিমুল হক, ট্রাস্টি ব্যরিস্টার আবুল মনসুর শাহজাহান, ট্রাস্টি মোহাম্মাদ আলী রেজা , ট্রাস্টি মীর রাশেদ আহমেদ , ট্রাস্টি কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, সাবেক ট্রেজারার মাসুদুর রহমান , সাবেক জয়েন্ট সেক্রেটারি ওসমান মাহমুদ ফায়সাল, সাবেক কালচারাল সেক্রেটারি নরুন নবী, সাবেক সাধারন সম্পাদক মোহাম্মাদ কায়সার , সহ সভাপতি ইঞ্জিনিয়ার হাসান আনোয়ার, মরগেজ এডভাইসর জিয়া খানকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাডা মোহাম্মাদ এন এ চৌধুরী (টিংকু), ইব্রাহিম জাহান, ইয়াকুব চৌধুরী ,মাহবুব উল আলম , মিসেস রছে , সহ সকল সেচ্চাসেবকদের ধন্যবাদ জানান।
মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সম্মৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাওলানা হাসান । অনুষ্ঠানে কয়েক শতাধিক চট্টগ্রামবাসী স্বপরিবারে উপস্থিত ছিলেন।