কানাডাপ্রবাসী কবি ইকবাল হাসান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (১২ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে কানাডার টরন্টোর মাইকেল গ্যারন হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
কবি ইকবাল হাসান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব এবং গুণগ্রাহী রেখে গেছেন।
ইকবাল হাসানের কবিতা-গল্প-প্রবন্ধ দুই বাংলার সাহিত্যাঙ্গনকে সমৃদ্ধ করেছে। তিনি অসাম্প্রদায়িক স্বাধীনতা-মুক্তিযুদ্ধ এবং মুক্তবুদ্ধির চেতনার প্রতি আমৃত্যু শ্রদ্ধাশীল ছিলেন।
বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি ইকবাল হাসানের মৃত্যুতে কানাডাপ্রবাসী লেখক এবং সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ইকবাল হাসানের প্রকাশিত গ্রন্থের মধ্য আছে, ‘অসামান্য ব্যবধান’, ‘মানুষের খাদ্য তালিকায়’, ‘কপাটবিহীন ঘর’, ‘দূর কোনাে নক্ষত্রের দিকে’, ‘ছায়ামুখ’, ‘কার্তিকের শেষ জ্যোৎস্নায়’।