চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাও পুর্ব হাইদগাঁও মাইজপাড়া এলাকায় শুক্রবার দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালায় হামলায় কলেজ ছাত্রীসহ তিনজন গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, উপজেলার মাইজপাড়া পূর্ব হাইদগাঁও এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বহিরাগত লোকজন নিয়ে হামলা চালালে খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী কাউছার আকতার (১৭), কলেজ ছাত্রীর মা ফেরদাউস আকতার (৪০), বাবা আবুল হাশেম (৪৫) আহত হন।
কাউছার আকতার ও মা ফেরদাউস আকতারকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থা খারাপ হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হামলার ঘটনায় আবুল কাশেম, সাকিবসহ ৪/৫ জনের বিরুদ্ধে পটিয়া থানায় শুক্রবার রাতে অভিযোগ করেন।
আবুল হাশেম জানান, তার স্ত্রী ও মেয়ে চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ প্রিন্টন সরকার বলেন, হামলার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত চলছে। এরপর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।