সাফে ‘অতিথি দল’ হয়ে খেলবেন কুয়েত

 

সাফে এবার দক্ষিণ এশিয়ার বাইরের দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সৌদি আরব ও মালয়েশিয়াকে প্রথম দফায় আমন্ত্রণ জানিয়েছিল সাফ। সেই আমন্ত্রণে অবশ্য সাড়া মেলেনি। দ্বিতীয় দফায় কয়েকটি দেশকে আমন্ত্রণ জানালেও একমাত্র কুয়েত খেলতে সম্মতি জানিয়েছে।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘কুয়েত আনুষ্ঠানিকভাবে গতকাল (মঙ্গলবার) খেলার ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেছে। পূর্নাঙ্গ সিনিয়র দলই অংশগ্রহণ করবে।’ মধ্যপ্রাচ্যের দলটির র‌্যাঙ্কিং অবশ্য ভারতের নিচেই।

আজ ৩ মে দ্বিতীয় দফায় আমন্ত্রণ পাঠানো দলগুলোর সম্মতি জানানোর শেষ দিন। ইতোমধ্যে বাহরাইন, জর্ডানসাহ অনেক দেশই অসম্মতি জানিয়েছে। সাফ অপেক্ষায় রয়েছে সিরিয়ার, ‘আমাদের সঙ্গে সিরিয়া আলোচনা করছে৷ প্রয়োজনে তাদের জন্য একদিন বেশি অপেক্ষা করা হবে’-বলেন সাফ সম্পাদক। শেষ পর্যন্ত সিরিয়া সম্মতি না দিলে ফিলিপাইনসহ আরো কয়েকটি দেশকে আমন্ত্রণ জানাবে।

৬ মে সাফের কংগ্রেস রয়েছে ঢাকায়। সেই সভায় সাফের দল নির্ধারণ নিয়ে আলোচনা হতে পারে। ১২ মে বেঙ্গালুরে সাফের ড্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।