ইউরোপা কিং সেভিয়াকে ঠেকিয়ে দিলো জুভেন্টাস

 

স্প্যানিশ ক্লাব সেভিয়াকে ধরা হয় ইউরোপা লিগের কিং। ৬টি শিরোপা জিতেছে ক্লাবটি। এবারও সে পথে এগিয়ে যাচ্ছিল প্রায়। কিন্তু সেমিফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের মাঠে শেষ মুহূর্তে ফেডেরিকো গাত্তির গোলে ১-১ ব্যবধানে ড্র করে নিতে বাধ্য হয় দলটি।

মুষলধারে বৃষ্টি আর আলিয়াঞ্জ এরেনায় ইতালিয়ান দর্শকদের প্রচণ্ড চাপ- সব সামলে ইউরোপা লিগের ‘রাজা’ নামে পরিচিত সেভারিয়ার শুরুটা হয়েছিলো দুর্দান্ত। ‘রাজা’র মতোই খেলছিলো তারা। ম্যাচের প্রথমার্ধে একটি গোল করে এগিয়েও গিয়েছিলো তারা।

কিন্তু দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে এসে, ম্যাচের ইনজুরি টাইমে একটি গোল করে সেভিয়ার জয় কেড়ে নেন জুভেন্টাসের গাত্তি।