নির্বাচন করছেন না সিলেটের মেয়র আরিফ

আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার (২০ মে) বিকালে নগরীর রেজিস্ট্রারি মাঠে নাগরিক সভায় এ ঘোষণা দেন তিনি।

মেয়র পদে না থাকলেও সুখে-দুঃখে সব সময় নগরবাসীর পাশে থাকার ঘোষণা দেন আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি ইভিএমে ভোটের সমালোচনা করে বলেন, প্রহসনের নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। ফলে দলীয় সিদ্ধান্তের সঙ্গে তিনি পুরোপুরি একমত।

বিকাল ৩.২৫টা থেকে প্রায় আধাঘণ্টার বক্তব্যে কান্নাজড়িত কণ্ঠে নির্বাচন করতে নগরবাসীর অনুরোধ রাখতে না পারায় সবার কাছে ক্ষমা চান তিনি। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে তিনি নির্বাচন বর্জন করেছেন।

এর আগে বেলা আড়াইটার দিকে শুভাকাঙ্ক্ষীদের নিয়ে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন মেয়র আরিফ। নগরীর কুমারপাড়া জামে মসজিদে জোহরের নামাজ আদায় করে মাজার জিয়ারত করেন তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, জাতীয় কার্যনির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ-বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগরের সাবেক সহসভাপতি সালেহ আহমদ খসরু প্রমুখ তার সঙ্গে ছিলেন।

মাজার থেকে শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মেয়র আরিফ রেজিস্ট্রারি মাঠে উপস্থিত হওয়ার আগে থেকেই সেখানে ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী প্রমুখ।