চট্টগ্রামে ‘সাপের কামড়ে’ স্কুলশিক্ষিকার মৃত্যু 

বাঁশখালীতে সাপের কামড়ে নাসরিন সুলতানা (৩৩) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে।  শনিবার সন্ধ্যায় বাহারছাড়া ইউনিয়নের চাপাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষিকা নাসরিন সুলতানা বাহারছাড়া ইউনিয়নের চাপাছড়ি এলাকার মোহাম্মদ নুরুল আমিনের স্ত্রী। তিনি পশ্চিম চাপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

নিহত স্কুল শিক্ষিকার স্বামী মোহাম্মদ নুরুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে আমাদের বাড়িতে মুরগি রাখার ছোট ঘরটি বন্ধ করতে যায় আমার স্ত্রী। সেখানে আগে থেকে সাপ ছিল তা তিনি দেখেননি। সাপ তার বাঁ পায়ে কামড় দিলে তিনি চিৎকার দেন। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

নিহত স্কুলশিক্ষিকা ও তার স্বামী দুজনই পশ্চিম চাপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নিহত স্কুলশিক্ষিকার ২ ছেলে ও ১ কন্যা সন্তান রয়েছে।