মনখারাপের ওষুধ, অন্দরসজ্জার সবুজ!

 

প্রকৃতিতেই লুকিয়ে মনখারাপের সমাধান। অন্দরসজ্জায় তা রাখবেন কীভাবে? ইনডোর প্ল্যান্ট রাখুন। সবুজের ছোঁয়ায় চোখের আরামের পাশাপাশি মনের আরাম।

রঙিন হোক বাড়ির দেওয়াল, ঘরের কোণ। মন ভাল করতে নানা রঙের ভূমিকা অনেক। কথায় কথায় তো আর বাড়ির রং বদলে ফেলা সম্ভব নয়। বাহারি ওয়ালআর্ট সেই রঙের শূন্যতা পূরণ করতে পারে। বসার ঘর হোক বা বেডরুম, বাহারি ওয়ালআর্টে ভরিয়ে তুলুন। পছন্দের রং বেছে নিন, যা আপনার মনকে প্রশান্তি দেয়। আপনার আবেগকে প্রশমিত করে। আপনাকে পজিটিভ এনার্জি দেয়। বাড়ির দরজা–জানলা খোলা রাখুন যতটা সম্ভব হয়। সূর্যের আলো ঘরের জন্য ভাল, আর মনের জন্যেও।

সুখী জীবনের আসল রহস্য হল প্রেম। বাড়ির যেকোনও দেওয়ালে প্রিয় মানুষের সঙ্গে লেন্সবন্দি নানা মুহূর্ত ফ্রেম করে একটি কোলাজ তৈরি করে রাখুন। এতে আপনাদের সম্পর্ক মজবুত হবে আবার ঘরের নান্দনিকতাও বাড়বে। সুন্দর মুহূর্তগুলো আপনাকে প্রতি মুহূর্তে উৎসাহিত করবে।

অন্দরসজ্জায় টেক্সটাইলের গুরুত্ব অনেক। সোফার কভার, বেডকভার, কুশন কভারে আনুন নতুনত্ব। উজ্জ্বল ভেলভেট ফ্যাব্রিক ব্যবহার করতে পারেন। অথবা হালকা ব্রাশো। গরমের জন্য সুতির পর্দা বেশ আরামদায়ক হবে। মেঝেতে বাহারি কার্পেট রাখুন। সঙ্গে ঘরোয়া গাছ আর অ্যারোম্যাটিক ক্যান্ডেল। সন্ধেতে চা বা কফি নিয়ে যখন ঘরে বসবেন অ্যারোম্যাটিক মোমবাতি আপনার মন ভাল করবে নিমেষেই।