চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই ঘন্টা বাস চলাচল বন্ধ রেখে প্রতিবাদ

দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এবং স্মারকলিপি দিয়েও চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল সংস্কার না হওয়ায় এবার বাস চলাচল বন্ধ রেখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বহদ্দারহাট বাস আঞ্চলিক টার্মিনাল সংশ্লিষ্ট ৫টি শ্রমিক সংগঠন।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে শাহ আমানত সেতু হয়ে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, কক্সবাজার ও বান্দরবানমুখী বাস, মিনিবাস ও চেয়ার কোচ চলাচল বন্ধ রাখে। এসময় শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ এর সদস্য সচিব অলি আহামদের  সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) সভাপতি ও বিশিষ্ট শ্রমিক নেতা বাবু মৃণাল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের  সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাবু মৃণাল চৌধুরী বলেন, ১৯৯৫ সালে নগরীর বহদ্দারহাটে একটি টার্মিনাল নির্মাণ করা হয়। দীর্ঘদিন সংস্কারের অভাবে গাড়ি রাখার অনুপযোগী হয়ে পড়েছে বাস টার্মিনালটি। এজন্য সিডিএ কর্তৃপক্ষ ও লিজ গ্রহীতাদের দায়ী করছেন শ্রমিক নেতারা। শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, লিজ গ্রহীতা ও সিডিএ কর্তৃপক্ষ পরস্পরের বিপক্ষে অবস্থান নেওয়ায় বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল অনেকটা পরিত্যক্ত হয়ে পড়েছে।
বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা এবং উদাসীনতার কারণে বহুমুখী সমস্যায় নিমজ্জিত হয়ে বর্তমানে ব্যবহারের অনুপযোগী পড়েছে। এ কারণে শ্রমিক যাত্রী সহ সংশ্লিষ্ট সকলেই প্রতিদিন প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে।
শ্রমিক নেতারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বাস টার্মিনালের সংস্কারসহ বিদ্যমান নানা সমস্যা আগামী ৭ জুনের মধ্যে নিরসনের উদ্যোগ গ্রহণ করা না হলে আগামী ৮ জুন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুরো দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, বান্দরবানে পরিবহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হবো।