মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ১৬ ঘন্টায় ২১ হাজার ৮৮৮ মেট্রিক টন কয়লা ডিসচার্জ করে এক অন্যন্য রেকর্ড করেছে।
জাপানি অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এত তাড়াতাড়ি বিপুল পরিমাণ কয়লা ডিসচার্জ করার ঘটনা এটাই প্রথম। সংশ্লিষ্টরা জানিয়েছেন অত্যাধুনিক যন্ত্রটির নাম আনলোডার।
চট্টগ্রাম আউটার এ্যাংকরেজ ও চট্টগ্রাম বন্দরে পণ্য সামগ্রী খালাস করতে হয় গ্রাব এর মাধ্যমে। যা করতে অনেকটা সময়ের ব্যাপার। কিন্তু মাতারবাড়ী জেটিতে বেল্টের মাধ্যমে জাপানি অত্যাধুনিক দুটি আনরোডার যন্ত্র দিয়ে কম সময়ে এ ডিসারসিং এর রেকর্ড করল কতৃপক্ষ।