ফরিদপুরের সদরপুরে এলজিইডির নির্মাণাধীন ব্রিজের পাশের মাটির স্তুপ ধ্বসে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নির্মাণাধীন ওই ব্রিজের পাশে স্তুপকৃত মাটি ধ্বসে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে আরো কয়েকজন আহত হন। এলজিইডির উদ্যোগে সেখানে ব্রিজ নির্মাণ করা হচ্ছে। মাটির ওই স্তুপের কোনপ্রকার প্রটেকশন না থাকায় এ দুর্ঘটনা বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আহসান মাহমুদ রাসেল মাটি ধ্বসে ৩ শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।