রাজকীয় বিয়ে

 

facebook sharing button
twitter sharing buttonwhatsapp sharing button

রাজকীয় বিয়ে। রাজকীয় আয়োজন। বৃহস্পতিবার জর্ডানের যুবরাজ হুসেইন বিন দ্বিতীয় আব্দুল্লাহ বৃহস্পতিবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সৌদি আরবের কনে রাজওয়াল আল সাইফের সঙ্গে।

এ বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি জিল বাইডেন, মালয়েশিয়ার রাজা ও রানী, নেদারল্যান্ডের রাজা ও রানী, স্পেনের রাজা হুয়ান কার্লোস ও রানি সোফিয়া, লুক্সেমবার্গের প্রিন্স সেবাস্তিয়ান, ডেনমার্কের ক্রাউন প্রিন্স ফ্রেডরিক ও ক্রাউন প্রিন্সেস মেরি, সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া ও প্রিন্স ডানিয়েল, নরওয়ের ক্রাউন প্রিন্স,  কাতারের শেখ মোজা বিনতে নাসের, বৃটেনের প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী প্রিন্সেস কেট মিডলটন, আরব দুনিয়ার রাজপরিবারের সদস্যরা।

জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত জাহরান প্যালেসে এই বিয়ে সম্পন্ন হয়। এর আগে এই রাজ দম্পতি গাড়িবহর নিয়ে উপস্থিত হন আল হুসেইনিয়া প্যালেসে। সেখানে তাদেরকে দৃষ্টিনন্দন অভ্যর্থনা দেয়া হয়। কনে আল সাইফ পরিচিতি পাবেন জর্ডানের ক্রাউন প্রিন্সেস হিসেবে। যুবরাজ সিংহাসনে বসলে তিনি হবেন কুইন রাজওয়া। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রাউন প্রিন্সের পিতামাতা- বাদশা দ্বিতীয় আবদুল্লাহ ও রানী রানিয়া।