চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাটে মহাসড়কে দায়িত্বরত আবস্থায় মো. বোরহান উদ্দিন (৫৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কেরানিহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক এসএম জিল্লুর রহিম। শনিবার (৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
নিহত বোরহান উদ্দিন ফেনী জেলার পশুরাম উপজেলার হামজারহাট এলাকার মৃত মেজবাহ উদ্দিনের ছেলে।
কেরানিহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক এসএম জিল্লুর রহিম বলেন, ট্রাফিক পুলিশ সদস্য বোরহান সকালে কেরানিহাট স্টেশনে মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন। এমন সময় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অন্য পুলিশ কর্মকর্তারা আশপাশের লোকজনের সহায়তায় তাকে কেরানিহাট এলাকার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক বলেন, সকালে মৃত আবস্থায় এক পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়েছে। ধারনা করা হচ্ছে হৃদরোগজনিত কারনে তিনি মৃত্যু বরণ করেছেন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, বোরহান উদ্দিনকে প্রথমে চট্টগ্রামস্থ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার প্রথম জানাযা হবে। পরবর্তীতে ফেনিতে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এছাড়াও দায়িত্বরত আবস্থায় একজন পুলিশ সদস্য মৃত্যু বরণ করলে পেনশন সহ যেসব সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় সেসব তার পরিবার যেন সহজে পায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।
উল্ল্যেখ, গত ৬ বছর ধরে কেরানিহাটে কর্মরত ছিলেন পুলিশ সদস্য মো. বোরহান উদ্দীন। ব্যক্তিগত জীবনে তিনি তিন ছেলে ও এক কন্যার জনক। তার দ্বিতীয় ছেলে পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ও বর্তমানে রোড এক্সিডেন্ট করে রাজারবাগ পুলিশ হাসপাতলে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন আছেন।