বৃষ্টিতে তাপপ্রবাহ কমার আভাস

মাঝ শ্রাবণে ঢাকাসহ বিস্তীর্ণ অঞ্চলে গত কিছুদিন ধরে যে তাপপ্রবাহ চলছে, আগামী কয়েকদিনের মধ্যে তা কমে আসবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের জেলাগুলো বাদে দেশের বাকি ছয় বিভাগের ওপর দিয়েই তাপপ্রবাহ বয়ে গেছে সোমবার। মঙ্গলবার থেকে অনেক জায়গায় তাপ প্রশমিত হবে। আসলে অনেক সময় নিয়ে বৃষ্টি না নামলে গরম কমে না। কালকে থেকে গরম কমবে। আগামী কয়েকদিনের মাঝে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আজকেই যেমন ঢাকাসহ কয়েক জায়গায় বৃষ্টিপাত হয়েছে।’

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সেঙ্গ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে এই সময়ে।

চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী এবং ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, মঙ্গলবার অধিকাংশ জায়গায় তা প্রশমিত হতে পারে।

মঙ্গলবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে দেশের সর্বোচ্চ ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম ও বরিশাল বিভাগের জেলাগুলো ছাড়া দেশের অধিকাংশ জেলায় বৃষ্টি ছিল সামান্য।

এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ থাকায় ট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে অধিদপ্তর।