চট্টগ্রামের রাউজানে বন্যা পরিস্থিতিতে নিজের মৎস্য খামারের অবস্থা দেখতে গিয়ে ডিঙি নৌকা ডুবে নিখোঁজ রয়েছেন তরুণ উদ্যোক্তা শাহেদ হোসেন বাবু (৩৫)।
জানা যায়, বন্যার পানিতে রাউজানের উরকির চরে তার মৎস্য ও বিশাল গরুর খামার ডুবে যাওয়ায় খামারের কাজ শেষ করে লোকজনসহ নৌকাযোগে হালদা নদীর শাখা খাল দিয়ে বাড়ি ফিরছিলেন শাহেদ ও আরও তিনজন।
সোমবার রাত ৮টার কাছাকাছি সময়ে তাদের নৌকা স্থানীয় বাড়িঘোনা ব্রিজের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। সাথে থাকা অন্য তিনজন সাঁতরে উঠতে পারলেও শাহেদ হোসেন বাবু স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে এলাকাবাসী রাতেই উদ্ধারে নেমে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। রাতভর উদ্ধার অভিযান চালালেও উদ্ধার হয়নি শাহেদ। পরে আজ মঙ্গলবার সকালে ডুবরি দল উদ্ধার কাজ শুরু করে।
স্থানীয় ইউপি সদস্য কাউসারুল আলম জানান, স্থানীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এবং রাউজান উপজেলা প্রশাসন সকালে উদ্ধার অভিযান তদারকি করেন।
নিখোঁজ শাহেদ রাউজানের উরকিরচর ইউনিয়নের সমাজসেবক এসএম ইউসুফের বড় ছেলে।