রাঙামাটি : রাঙামাটি শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বনরুপার আলিফ মার্কেটের নিচে দীর্ঘদিন ধরে চলে আসা জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৩৯ জন জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে এপিবিএন-১ রাঙামাটি কর্তৃপক্ষ।
রাঙামাটি এপিবিএন-১ এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. তরিকুল ইসলাম এর নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাত ১১ টার সময় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় নগদ ৪৮ হাজার ৯৬০ টাকাসহ বিপুল পরিমাণ জুয়াসামগ্রী জব্দ করা হয়। অভিযানে সহকারী পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন খাঁন, মো. রকিব-উল হোসেন, এসআই শ্রী তপন নাথ, মো. সাখাওয়াত ইমতিয়াজসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
এপিবিএন এর সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরেছি যে, বনরুপার আলিফ মার্কেটে নিয়মিত মাদক সেবনসহ জুয়ার আসর বসছে। বিষয়টি তদন্তকালীন সত্যতা পেয়ে আমরা জুয়ার আসরে অভিযান পরিচালনা করি। সেখানে জুয়া খেলা অবস্থায় ৩৯ জনকে হাতেনাতে আটক করতে সক্ষম হই। এসময় ঘটনাস্থল থেকে নগদ টাকাসহ জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়। আটকদের রাঙামাটি কোতয়ালী থানায় হস্তান্তর করি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে দীর্ঘদিন ধরেই রাঙামাটির অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকা বনরুপা বাজারের আলিফ মার্কেটের নীচতলায় এই জুয়ার আসরটি পরিচালিত হয়ে আসছে এবং এতে প্রতিদিনই বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারি থেকে শুরু করে রাজনৈতিক, অটোরিকশা সমিতির নেতা, শ্রমিক নেতাসহ স্থানীয় দোকানদারদের অংশগ্রহণে জুয়ার আসর বসতো।
আটক জুয়াড়িতের তথ্যমতে, প্রতিদিন এই জুয়ার আসরে গড়ে ১০ লাখ টাকার লেনদেন চলতো। রাজধানী ঢাকার উত্তরার বাসিন্দা আমিন নামের জনৈক এক জুয়ারি যুবক উক্ত ক্লাবঘরটি ভাড়ায় নিয়ে এই জুয়ার আসর পরিচালনা করতে বলে জানা গেছে।