‘পুষ্পা ২’ মুক্তির তারিখ ঘোষণা

আসছে ‘পুষ্পা ২’—এই ঘোষণার পর থেকেই অপেক্ষায় আল্লু-ভক্তরা। অবশেষে সেই প্রতীক্ষা ঘুচতে যাচ্ছে। এ বছরই মুক্তি পাচ্ছে ছবিটি— সেই ঘোষণাই করল ‘পুষ্পা’ টিম। জানানো হলো, চলতি বছরের ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’।

সোমবার (২৯ জানুয়ারি) নির্মাতারা একটি বিশেষ পোস্টারসহ সিনেমাটির দ্বিতীয় কিস্তির মুক্তির তারিখ নিশ্চিত করেছেন। ‘পুষ্পা ২’ যার শিরোনাম রাখা হয়েছে ‘পুষ্পা: দ্য রুল’, এ বছর ১৫ আগস্ট একাধিক ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। পুষ্পার নির্মাতা সংস্থা ‘মিথরি মুভি মেকার্স’ পোস্টারটি শেয়ার করে লিখেছে, ‘২০০ দিনের মধ্যে রাজত্ব শুরু হবে।

বছল দুই আগে ‘পুষ্পা’ ছবিতে বুঁদ হয়েছিল ভারত-বাংলাদেশের দর্শকরা। এর পর থেকেই সিনেপ্রেমীরা অধীর আগ্রহে বসে রয়েছে কবে আসছে এই ছবির দ্বিতীয় খণ্ড।

ভারতীয় গণমাধ্যমে খবর, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয় পার্টের চিত্রনাট্যে আসছে বড়সড় বদল। এমনকি ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে দারুণ সাফল্য পেয়েছে, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয় ভাগ সাজানো হচ্ছে।

এদিকে, ছবিটি মুক্তির ঘোষণা দিয়েছেন আল্লু অর্জুন। ইনস্টাগ্রামে নিজের লুক আড়াল করে জানিয়ে দিয়েছেন মুক্তির তারিখ।

জানা যায়, পুষ্পার দ্বিতীয় পার্টে আল্লু অর্জুনের লুক নিয়েও নতুন করে ভাবা হয়েছে। একেবারে নতুন কোনো লুকেও দেখা যেতে পারে তাঁকে। শুধু তাই নয়, ফাহাদ ফাসিলের চরিত্রকেও একটু বেশি গুরুত্ব দেওয়া হবে এতে; যা কিনা এই সিনেমার বড় চমক হতে পারে।